আটজনের বিরুদ্ধে পরোয়ানা

আটজনের বিরুদ্ধে পরোয়ানা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল বুধবার এ আদেশ দেন।

আদেশের বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তাঁর সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। যে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা সবাই জুলাইু-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্রুজনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আর শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, গ্রেফতারের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করছি না। [বাসস]

#তমহ/বিবি/০১মে২০২৫



জাতীয় ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, মে ১, ২০২৫ ৮:৫০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!